আমাদের একটা ভাষা ছিল, মাতৃভাষা,
মায়ের সাথে সাথে মায়ের ঐ ভাষাটাকেও
বৃদ্ধাশ্রমেই রেখেছি ।
মাঝে মাঝে হাসি,
হাসতে ভালো লাগে । বেশ ভালো ।
যখন মোবাইল ফোনটাও ভালো লাগেনা -
বিরক্তি আসে, তখন হাসি ।
আরো ক'জনকে হাসাই,
কাজটা সোজা, যা করি তা আসলে কেবল
মাতৃভাষার উচ্চারণ ।
কখনো কখনো অবাক হই,
অবাক হয়ে হাসি,
হাসতে হাসতে আরো হাসি ।
হাসি, হাসি, হাসি, হাসি
হাসি থামাতে গিয়ে কষ্টে পড়ি
থামতে চায়না হাসি ।
অবাক হই এই ভেবে,
এমন কিছু মানুষও ছিল,
যাদের প্রাণের দাম ছিলনা,
দাম ছিলনা এতই যে,
মরেছিল ভাষার জন্যে,
ভাষাও ভাষা বাংলা ভাষা !
হা হা হা
ভালোই হল,
বৃদ্ধাশ্রমে রেখে আসায় ভালোই হল ।
ভালোই হল,
ঝামেলা নেই আর ।
ভয় নেই প্রাণনাশেরও,
হা হা হা
ভয় নেই প্রাণনাশেরও ।।
মায়ের সাথে সাথে মায়ের ঐ ভাষাটাকেও
বৃদ্ধাশ্রমেই রেখেছি ।
মাঝে মাঝে হাসি,
হাসতে ভালো লাগে । বেশ ভালো ।
যখন মোবাইল ফোনটাও ভালো লাগেনা -
বিরক্তি আসে, তখন হাসি ।
আরো ক'জনকে হাসাই,
কাজটা সোজা, যা করি তা আসলে কেবল
মাতৃভাষার উচ্চারণ ।
কখনো কখনো অবাক হই,
অবাক হয়ে হাসি,
হাসতে হাসতে আরো হাসি ।
হাসি, হাসি, হাসি, হাসি
হাসি থামাতে গিয়ে কষ্টে পড়ি
থামতে চায়না হাসি ।
অবাক হই এই ভেবে,
এমন কিছু মানুষও ছিল,
যাদের প্রাণের দাম ছিলনা,
দাম ছিলনা এতই যে,
মরেছিল ভাষার জন্যে,
ভাষাও ভাষা বাংলা ভাষা !
হা হা হা
ভালোই হল,
বৃদ্ধাশ্রমে রেখে আসায় ভালোই হল ।
ভালোই হল,
ঝামেলা নেই আর ।
ভয় নেই প্রাণনাশেরও,
হা হা হা
ভয় নেই প্রাণনাশেরও ।।
0 মন্তব্যসমূহ