বনের পশু বনে মানায় যেমন শিশু মাতৃ ক্রোড়ে,
যার ধর্ম তার প্রতিষ্ঠান প্রজারা আসছে এটাই মেনে।
মসজিদ-মন্দির-গীর্জা-মঠ এসবের দরকার জানো,
হাওয়া তো সব জায়গায় আছে টিউবে ভরো কেন?
যেথায় সেথায় মাঠে-ঘাটে ধর্ম জপ হয় না,
মনে মনে শুদ্ধভাবে ধর্ম জপ হয় না।
মোদের এক দেশ ধর্ম অনেক এটাই ভালো দিক,
ট্রাফিক না থাকলে বহুরাস্তা কন্ট্রোল হত না সঠিক।
যত মত তত পথ- সত্য বাণী যেমন,
মন্দির মসজিদ গীর্জা মঠের প্রয়োজন আছে তেমন।
বাতাস ভরা টায়ার না থাকলে গাড়ী গন্তব্যে যায় না,
ধর্মপ্রতিষ্ঠান না থাকলে ধর্ম ধারণ করা যায় না।
জ্ঞান অন্বেশন পাঠশালা মোদের দরকার হয়,
ধর্ম পালনের জন্য ধর্মশালার প্রয়োজন হয়।
মনে মনে যেথায় সেথায় পড়লে বিচারপতি হয় না,
হঠাৎ হঠাৎ বাস্তব রোগ না ধরে রায় দেওয়া যায় না।
সবার মনে শান্তি সম্প্রীতি নামুক মোর ভারতে,
যার ধর্ম সেই করুক মোরা চাই না পক্ষপাতিত্বে।
দেশ প্রেমে দেশবাসী চাই সবাই মেলবন্ধন,
যাই হোক যাই রায় হোক দ্বন্দ্ব চাইবো না একদম।।
0 মন্তব্যসমূহ