যদি উদ্দাম, দস্যু হয়ে উঠি ।। সুবীর সেন

প্রতিদিন বৃষ্টি, বাইরে গুবাক সারি
একটা ঠান্ডা আবেশ, মনে হয়
যদি তুমি......
উত্তপ্ত পরশের ডালি নিয়ে, স্মিত 
তোমার হাসিতে কোন, উত্তাপ রেশ ঝরে।।

টেবিলের পরে
খোলা পড়ে আছে, রাত ভ'রে বৃষ্টি 
বুদ্ধদেব বসু.......

ভোররাতে বৃষ্টি প্রতিদিন, তুমি নির্মেদ যৌবনা
যদি একবার মালতী, হতে পারো
যদি তুমি......
উত্তপ্ত পরশের ডালি নিয়ে, স্মিত
তোমার চলনে কোন, উত্তাপ রেশ ঝরে।।

টেবিলের পরে
খোলা পড়ে আছে, উচ্ছ্বসিতা নীরা
সুনীল গঙ্গোপাধ্যায়......

তোমার দেশেও ভোররাতে বৃষ্টি, তুমি যৌবনা
সে রিম ঝিম শব্দের আবেশে ভেসে 
আমি যদি.......
উত্তপ্ত পরশের ডালি নিয়ে, স্মিত 
তোমার কপোলে চুমে, উদ্দাম দস্যু হয়ে উঠি।।

টেবিলের পরে 
খোলা পড়ে আছে, কামসূত্রের পাতা
বাৎসায়ন..........

তোমার দেশেও বৃষ্টি, বাইরে গুবাক তরুর সারি
প্লেটোনিক সব ভণ্ডামি, উড়ে যাক
যদি আমি.......
উত্তপ্ত পরশের ডালি নিয়ে, স্মিত
তোমাকে ভাসাতে প্রেমে, উদ্দাম দস্যু হয়ে উঠি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ