কন্ঠ থেকে গান ছাড়ো বন্ধু || ভোলানাথ দাস


 

‘কন্ঠ’ থেকে গান ছাড়ো বন্ধু,

যে গানের ‘শাশ্বত বাণী’

শুধুই শান্তি;

যা শুনলে আসে না

কখনো ক্লান্তি।

 

এমন গান কখনো শুনিও না

যাতে আসে হিংসা,

যে গানে ‘রক্ত’, সামাজিক বিভেদের প্রাচীর;

এমন গান গাও

যেন থাকে শান্ত ‘পাখির নীড়’।

 

হাল ছেড়ো না বন্ধু, গান ধরো কন্ঠে,

যে গানে শান্ত হবে প্রকৃতি,

মানুষ খুজে বেরাবে শান্তির দূতকে;

যার নিখুঁত সুরে ও কথায়

মানুষ খুঁজে পাবে শান্তির পথকে।

 

কন্ঠ থেকে গান ছাড়ো বন্ধু

বার্তা পাঠাও বিশ্ব-দরবারে

অশান্ত করে তুলছে যারা পৃথিবীটাকে

তারা টের পাক হাড়ে হাড়ে।

 

বয়স যতোই বেড়ে যাক তোমার

গান-কে দিও না বিসর্জন;

সুরে ও কথায় ভাসবে সবাই

চারিদিকে তার-ই আয়োজন।

 

তুমি যে কথা ছড়িয়েছ পৃথিবীতে

গানের মধ্য দিয়ে,

এক মায়াময় সুরের স্পর্শে;

মানুষ শুনতে চায় সেই গান

যে গান শান্তির বার্তা পৌঁছে দেয়

কোনো এক মায়াবী আকর্ষে।

 

কন্ঠ থেকে গান ছাড়ো বন্ধু

এমন আওয়াজ হোক সে গানের

নব-আনন্দ নেমে আসুক প্রাণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ