আমাদের কথা

দুই বাংলার বাঙালিদের নিয়ে সমন্বিত অনেক গ্রুপ পেইজ রয়েছে, এর মাঝে নতুনত্ব ও যুক্তিবাদী বিশ্লেষণী লেখার চর্চার আরো একটি উদ্যোগ এটি; সবাইকে উন্মুক্ত আহ্বান ও নিমন্ত্রণ নিজের ভাবনাগুলোকে লিখনিতে প্রকাশ করার জন্য, কি নিয়ে লিখবেন সেটা আপনার, আমরা চাইবো আপনি আপনার লেখার মধ্য দিয়ে নিজেকে এবং অন্যকেও সমৃদ্ধ করুন; সাহিত্য, দর্শন, ধর্ম, গল্প, প্রবন্ধ, কবিতা, বিশ্লেষণাত্মক ভাবনা, সাম্প্রতিক বিশ্ব, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ফটোগ্রাফি ইত্যাদি যেকোনো বিষয় নিয়ে লিখুন; অবশ্যই নির্বাচিত লেখাগুলো প্রকাশিত হবে, সাথে উদ্যোগ নেয়া হবে নির্বাচিত লেখাগুলো বিভিন্ন জাতীয় সংবাদপত্র এবং ম্যাগাজিন আকারে প্রকাশের বিষয়ে; পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসহ ত্রিপুরা ও বাংলাদেশের মুক্তচিন্তার চর্চাক্ষেত্র হিসেবে বাঙালিদের এক মঞ্চে আসার এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান, যেখানে জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর উর্ধ্বে “#আমরা_মানুষ” এ সত্যকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, আজ আমাদের একত্রিত হওয়া আবশ্যক; #মানবতা’র জন্য, বাঙালি সংস্কৃতি এবং এর ইতিহাসকে পূনর্বার দর্শন ও উপলব্ধি করা সময়োপযোগী বলেই এ উদ্যোগ…!
#শুভকামনায়_শুভযোগ…!


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Tanujit Das বলেছেন…
অত্যন্ত ভালো এবং খুবই প্রয়োজনীয় উদ্যোগ।
Fowzul Azim বলেছেন…
আজই প্রথম দেখলাম। দারুণ লাগছে। এখন থেকে নিয়মিত নজরে থাকবে। সম্ভব হলে লিখবো।